আমি চট্টগ্রামবাসীকে এক হওয়ার আহ্বান জানাচ্ছি। সিআরবির শতবর্ষী গাছ ও নান্দনিক সৌন্দর্য আমাদের রক্ষা করতে হবে

প্রকাশঃ জুলাই ১৪, ২০২১ | ৮:৫৮

‘আমি চট্টগ্রামবাসীকে এক হওয়ার আহ্বান জানাচ্ছি। সিআরবির শতবর্ষী গাছ ও নান্দনিক সৌন্দর্য আমাদের রক্ষা করতে হবে। সিআরবির বাইরে রেলওয়ের আরও জায়গা আছে। সেখানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করুক, নগরবাসীর কোনো আপত্তি নেই। কিন্তু শিরিষতলার মতো বিশুদ্ধ নিঃশ্বাস নেওয়ার একটি উন্মুক্ত পার্ককে ধ্বংস করা হলে চট্টগ্রামের মানুষ করোনা ঝুঁকি উপেক্ষা করে মানবব্যূহ রচনা করবে।’
সিআরবির শতবর্ষী গাছ রক্ষায় দলমত নির্বিশেষে চট্টগ্রামের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের সকলই এক হয়ে রুখে দাঁড়ান।
চট্টলাপ্রেমী মোঃ খোরশেদ আলম সুজন
( সাবেক প্রশাসক, চসিক)

১৫-২০ বছর আগ পর্যন্তও এই এলাকা ছিলো ছিনতাইকারীদের অভয়ারণ্য। গত ১২-১৫ বছর যাবত এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থতি ভালো হয়েছে৷ নাগরিকরা তাই এখানে সকাল সন্ধ্যায় সমাবেত হয়, এর বাইরেও বসে বৈশাখী মেলা, সারা বছরই হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। রেলের আর সহ্য হলোনা এটা।

ঢাকার ইউনাইটেড হাসপাতাল থাকে চট্টগ্রামের গরু খাওয়া বড়লোক হৃদরোগীতে ভর্তি, বড়লোকের এই হাসপাতাল থেকে গরীবরা কোন উপকার পাবেনা। কারণ ৯৯% মানুষই এফোর্ড করতে পারবেনা ইউনাইটেডের খরচ৷ তারপরও হাসপাতাল যদি করতেই চাও তবে সিআরবি কেন? চট্টগ্রান শহরে কি রেলের জায়গার অভাব পড়েছে?
শুধু শত শত শতবর্ষী গাছের কারণে নয়, ঐতিহ্যগত কারণেই সিআরবি এলাকাকে রাখতে হবে অবিকৃত। রেলের জায়গার কোন অভাব নাই যে সিআরবি ধ্বংস করে এই জায়গাতেই বেসরকারী অর্থলোভী ইউনাইটেড গ্রুপকে হাসপাতাল করতে দিতে হবে৷ এই কাজে চট্টগ্রামের যে নেতা দালালী করবে সে চিহ্নিত হয়ে থাকবে মীরজাফর হিসেবে এবং নিক্ষিপ্ত হবে ইতিহাসের আস্তাকুঁড়ে৷ চট্টগ্রাম বসবাসরত আমার সকল বন্ধুদের প্রতি অনুরোধ রইলো এ ব্যাপারে আপনাদের প্রতিবাদ জারি রাখুন।

©®: Apu Nazrul
Source:DSC
আপনার মতামত দিন
এ সংক্রান্ত আরো খবর
আর্কাইভ

সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |