নিজস্ব প্রতিবেদকঃ

উত্তরা তুরাগ থানার আওতাধীন বাইলঝুড়ি ইউনিয়নের প্রিয়াংকা সিটির বাসিন্দারা সামান্য বৃষ্টির পানিতেই জলাবদ্ধতায় চরম দুর্ভোগের শিকার। বর্ষার প্রারম্ভেই অতিবৃষ্টির কারণে ৮নং রাস্তাটি পানিতে ডুবে যাওয়ায় হাজার মানুষের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে ২ থেকে ৩ মাস পানির নিচে ডুবে থাকে অত্র সিটির গুরুত্বপূর্ণ চলার পথটি। এই সিটির বাসিন্দাদের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে মসজিদ, মাদ্রাসা, অফিস, স্কুল, কলেজের শিক্ষার্থীসহ প্রায় হাজার মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে থাকে।

সরেজমিনে গিয়ে দেখা যায় পয়ঃনিষ্কাশনের পরিকল্পিত সুব্যবস্থা না থাকায় ৮নং রোডে প্রায় কোমড় পানি জমে আছে কিছু কিছু বাসার ভিতরে পানি প্রবেশ করেছে বিভিন্ন রোগের প্রাদূর্ভাব দেখা দিচ্ছে। বিদ্যুতের লাইনে খুঁটিতে পানি প্রবেশ করায় বিদ্যুৎ সংযোগ সাময়িক বিচ্ছিন্ন করা হয়েছে যার ফলে চরম ভোগান্তিতে রয়েছে প্রিয়াংকা সিটির বাসিন্দারা। উক্ত ভোগান্তির জন্য সিটি কর্পোরেশন ও সিটি কতৃপক্ষের উদাসীনতাকেও দায়ী করেন নগরবাসী৷ প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তাটি যথাযথ সংস্কার না হওয়ায় আমদের দৈনন্দিন জীবনে বিঘ্ন ঘটছে প্রায়শই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, হাসপাতালগামী মানুষগুলো পড়ছে চরম বিপাকে।

৮নং রোডের জনৈক বাসিন্দা জানান, বর্ষা মৌসুম আসলে আমরা সহজে এই রাস্তায় চলাচল করতে পারি না৷ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে যার ফলে আমাদের ভোগান্তি চরমে পৌঁছেছে, করোনা মহামারীর কারণে স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে অফিসগামী মানুষগুলো৷ জনদুর্ভোগ লাঘবে সিটি কর্পোরেশন ও প্রিয়াংকা সিটি কতৃপক্ষের নিকট দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি ৷

এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধির নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান, আমরা ইউনিয়ন পরিষদ থেকে সদ্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় পড়েছি যার ফলে পুরোপুরি নাগরিক সুবিধা আমরা পাচ্ছিনা তবে ইতোমধ্যে মেয়র মহোদয়ের সদয় সুদৃষ্টির প্রচেষ্টা চালাচ্ছি, আশা করি খুব দ্রুত এর আশু সমাধান মিলবে৷

আপনার মতামত দিন