হ্যাঁ, এটাই চাইবো যে, মহান সৃষ্টিকর্তা যেন এমন কাউকে পাঠাক, যেন সে সত্য কে, সত্য বলবে আর মিথ্যাকে মিথ্যা বলবে, হিংসা হানাহানি দাঙ্গা-হাঙ্গামা এইগুলো কে দূরে রেখে, সত্যের পথে, পথিক হয়ে, সমস্ত বিশ্বটাকে, পথ চলতে শেখাবে, আমরা এমন কাউকে চাই যে, সত্যবাদী, নিজের স্বার্থের জন্য কখনও অন্যদেরকে ব্যবহার করবে না, নিজের স্বার্থের জন্য কখনো অন্যের জীবন ধ্বংস করবে না, নিজের স্বার্থের জন্য কখনো দেশ কে এবং দেশের মানুষকে ক্ষতিগ্রস্থ হতে, দেখতে চাইবে না, এমন কাউকে চাই, যে শুধু অন্যের দুঃখে কাঁদবে আর নিজের সুখটাকে অন্যের মাঝে বিলিয়ে দেবে, তেমন কাউকে কি দেবে, দিতে পারবে, এমন কাউকে

আপনার মতামত দিন