খানা খন্দে ভরা সিরাজগঞ্জের সড়াতৈল গ্রামীন সড়ক -সিরাজগঞ্জ


সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড়হর ইউনিয়নের সড়াতৈল গ্রামের জন গুরুত্বপূর্ণ আঞ্চলিক রাস্তাটির বেহাল দশা, কাদা পানিতে একাকার। দেখার কেউ নেই। রাস্তাটির এমন বেহাল অবস্থার কারনে চলাচলে অসুবিধে হয় এ অঞ্চলের মানুষের। উপজেলার বড়হর ইউনিয়নের সড়াতৈল থেকে বড়হর আঞ্চলিক গ্রামীন সড়কটি দিয়ে বেশ কয়েকটি গ্রামের শতশত মানুষ এবং আশেপাশের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চলাচলের একমাত্র পথ এটি।
এ গ্রামীন সড়কটিতে সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয় এবং সড়াতৈল বাজারের সামনের অনেকাংশে বিশাল গর্তে থানাখন্দে পরিনত হয়েছে।যার ফলে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে যায়। এ পানি বের হওয়ার মতো ব্যবস্থা না থাকায় বেশীর ভাগ সময় এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে সাধারন পথচারী,বাজারের দোকানদার,শিক্ষক, শিক্ষার্থী সহ হাজার হাজার হাজার পথিক চলাচল করতে খুবই কষ্ট হয় বলে ভুক্তভোগীরা জানায়।
সড়াতৈল বাজারের কয়েকজন দোকানদার বলেন,রাস্তাটির অবস্থা এতোটাই খারাপ যে সামান্য বৃষ্টি হলে রাস্তাটি ডুবে বিভিন্ন জায়গায় এক হাঁটু পানি জমে যায় এতে পথচারী এবং এখনকার স্থানীয় ব্যাবসায়ীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। সড়াতৈল গ্রামের সাবেক শিক্ষক ভুলু তালুকদার বলেন,আমরা কয়েকবার স্বেচ্ছাশ্রমে রাস্তাটি মেরামত করেছি,ভারী বর্ষণে রাস্তার অনেকাংশে ভেঙ্গে গর্ত হয়ে গেছে। যার ফলে সামান্য বৃষ্টিতে পানি জমে যায় এবং অসহ্য কাদা হয় এতে পথচারীদের বিপাকে পড়তে হয়।
সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার বলেন, এই সড়ক দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান, কাজী অফিস, পোষ্ট অফিস এবং বাজারের লোকজনের যাতায়াতের একমাত্র পথ। এমন গুরুত্বপুর্ণ গ্রামীন সড়কের এমন পরিস্থিততে চরম ভোগান্তিতে আছে এ অঞ্চলের মানুষ। রাস্তার বেহাল দশার কারনে কয়েক গ্রামের হাজার হাজার মানুষ এবং শত শত শিক্ষার্থীদের চলাচলে নিদারুণ কষ্ট হলেও সংস্কারের কোন পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।
সড়কটি মেরামতের জন্য বিভিন্ন মহলের অনুরোধ আর দাবী করার পরও তেমন কোন সাড়া পাওয়া যায়নি। তাই জনগনের ভোগান্তি দুর করতে রাস্তাটি মেরামত খুবই জরুরী প্রয়োজন বলে ভুক্তভোগী মহল মনে করেন। এ বিষয়ে ১০ নং বড়হর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হাসান নান্নু বলেন, গত বছর এ রাস্তায় কিছু মাটি দিয়েছি।
আগামীতে আবারও রাস্তাটি সংস্কার করা হবে। উল্লাপাড়া উপজেলার পিআইও জানান,সংশ্লিষ্ট চেয়ারম্যান চাহিদা দিয়ে যোগাযোগ রাখলে খুব অল্প সময়ের মধ্যেই জনগনের ভোগান্তি দুর করা হবে।
এ সংক্রান্ত আরো খবর
আর্কাইভ

সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |