গাজী ইব্রাহিম ২০২১ এর নির্বাচনে পূনরায় তার এলাকার জনগণকে এক পরিবার ভিত্তিক সেবা করতে চায়!


বিশেষ প্রতিনিধি ফ. মামুন
কালের দৃষ্টান্ত মূলক উজ্জ্বল এক নক্ষত্র যে কিনা সর্বদা অন্যের কথা ভাবেন স্বপ্ন শুধু নিজেকে অন্যের সেবায় নিয়োজিত করা, খুলনা ফুলতলার ইউপি সদস্য ইব্রাহিম গাজী জনগণকে এবারের নির্বাচনে সেবা করার সুযোগ পেলে, আবারো গাড়াখোলা ৪ নং সিটে গণমানুষের নাগরিক সেবাকে সকলের মাঝে পৌঁছে দিতে সকল কে তার সাথে থেকে এবারের ব্যালট-যুদ্ধ কাজ করার আহবান করেন।যিনি বিগত সময় ২০১১ নির্বাচনে বিজয়ী হয়ে গাড়াখোলা ৪নং সিটে সিটিজেন সেবা কে গতিময় রেখে ১৬ এর ভোট যুদ্ধে ২য় বার শফত বাক্য পাঠ করে বর্তমানে চলিত সময় সন্মানের সাথে এলাকার মানুষের চাহীদা অনুযায়ী সেবা দিয়ে যাচ্ছেন, জন নেতা গাজী ইব্রাহীম।
পরিষদ মেম্বর এর সাথে মত বিনিময়ে তিনি বলেন আমি আমার ৪ নং সিটে সকল মানুষের জন্য দল মত নির্বিশেষে কাজ করি, আমি মনে প্রাণে সঞ্চয় করি ৪ং সীটের জনমানুষ মিলে আমরা একটা পরিবার সে পরিবার কে পরিষদ ভিত্তিক যত টুকু সেবা দেওয়া বাঞ্ছনীয় তার কোন অংশে কমতি রাখতে চায় না ইনশাআল্লাহ। আমার সময় কালে আমি এলাকার ৬/৭ কিলোমিটার পাকা রাস্তা নির্মানে আপষহীন ভূমিকা পালন করেছি, কৃষি কাজের উপর মজবুত ড্রেন তৈরী করে কৃষকের ফসল ফলাতে কাজ করেছি।
বর্তমান সরকারের সোলার প্লান রাস্তার বিভিন্ন প্রান্তে স্থাপন মসজিদ,মন্দির সহ ধর্মীয়ো সকল প্রতিষ্ঠানের সেবা মূলক কার্যক্রমে বিশেষ অনুদান দিয়েছি। এবং সর্ব স্তরের সামাজিক সেবা কে উন্নত করেছি সৎ চিন্তার মতআর্দশকে আমি নিজ মনে পোষণ করে চলি। আমাকে সুযোগ দিলে এলাকার মানুষের পাশে থেকে আবারো সেবা করতে ইচ্ছুক। এ ব্যাপারে সকল শ্রেণির মানুষের সাথে কথা বলে জানা যায় এবারও সাধারণ জনগণ বিনয়ী আচরণ ও সুন্দর ব্যবহারে সকলের মন জয় করেছেন গাজী ইব্রাহীম। যার ফলশ্রুতিতে আমরা তাকে ২০২১শের ভ্যালট পেপারের মাধ্যমে বিজয়ী করতে চায়
এ সংক্রান্ত আরো খবর
আর্কাইভ

সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |