পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেখানে শ্রমিকদের /গার্মেন্টস শ্রমিকদের প্রতিনিয়ত টর্চারিং করে, শ্রমিকরা নিরুপায় কেননা বর্তমান পেক্ষাপটে কর্মসংস্থানের যে অবস্থা তাতে করে প্রত্যেক শ্রমিকরা মুখ বন্ধ করে শ্রম দিয়ে যাচ্ছে কিন্তু আমরা একটা মাত্র প্রতিষ্ঠান এর কথা বলছি, এমন হাজারো প্রতিষ্টান আছে, যেখানে শ্রমিকরা প্রসাব করতে সময় পাইনা, তাদেরকে মেশিন থেকে উঠতে দেওয়া হয়না, কর্মস্থল থেকে এক সেকেন্ডের জন্য ঘুরতে দেওয়া হয়না,

এটা শুধু বাংলাদেশের জন্য ঠিক কিন্তু অন্যান্য দেশে সুন্দর নীতিমালা, তারাও তাদের শিল্প, বিশ্বের কাছে সম্মানের সাথে এগিয়ে নিচ্ছে, তারা বিশ্বের দরবারে তাদের শিল্পর নাম কে সম্মানের সাথে উপস্থাপন করছে, সমস্ত বিশ্বের কাছে কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশে কি করছে শুধু শ্রমিকদের প্রতি কঠোর রুলস, যেগুলো সাধারণ শ্রমিক মানা তো দূরের কথা, তাদের দেয়া রুলস শতকরা 50 ভাগ মানতে হলে কর্মস্থল থেকে অন্য কোথাও এক মিনিটের জন্য সময় দেওয়ার মত সময় তাদের হাতে থাকে না কিন্তু তারা এতকিছু মেনে মাথায় নিয়ে জীবন তাগিদে কর্মর সঙ্গে লড়াই করে যাচ্ছে এগুলো দেখার মত কেউ নাই

আপনার মতামত দিন