ফকিরহাটে বয়স ভিত্তিক জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশঃ জুন ১, ২০২১ | ৯:১৪

সৈয়দ অনুজ স্টাফ রিপোর্টার: বাগেরহাটের ফকিরহাটে বয়স ভিত্তিক জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন বাগেরহাটের ফকিরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব-১৭) ২০২১ প্রতিযোগিতা শুরু হয়েছে।
উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ উপজেলা আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন আট্টাকা করামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (০১ জুন) সকাল ১০টায় বর্ণিল আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগমের সভাপতিত্বে ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপুর পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠান ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার, বাহিরদিয়া-মানসা ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড: হিটলার গোলদার, আট্টাকা স্কুলের সভাপতি মো: সাইফুল ইসলাম, আট্টাকা স্পটিং ক্লাব এর ইবারত বিশ্বাস, চঞ্চল , সাজু সৈয়দ অনুজ সহ প্রমূখ।
উপজেলার ৮টি ইউনিয়নের বয়স ভিত্তিক ফুটবল দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন।
আপনার মতামত দিন
এ সংক্রান্ত আরো খবর
আর্কাইভ

সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |