ফুলতলায় মহিলার শ্লীলতাহানীর প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ: কোপা বিল্লাল আটক


নিজস্ব প্রতিনিধি: ফুলতলায় কর্মজীবি মহিলাকে (৩৫) কে শ্লীলতাহানী, মারপিট ও টাকা ছিনতাইনের ঘটনায় প্রতিবাদে বাজারের ব্যবসায়ীরা জামিরা সড়কস্থ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে টায়ার জ¦ালিয়ে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে। এলাকাবাসীর বিক্ষোপের মুখে পুলিশ বহু মামলার আসামী বিল্লাল হোসেন ওরফে কোপা বিল্লাল (৩২) কে আটক করে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ফুলতলা বাজারের জামিরা সড়কস্থ ঢাকা আবাসিক হোটেলের মালিক ও রাহাত শেখের পুত্র বিল্লাল হোসেন ওরফে কোপা বিল্লাল দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী একটি হোটেল কর্মচারী ও পার্শ্ববর্তী ফরিদ বিশ্বাসের বাড়ির ভাড়াটিয়া কাকলী গাঙ্গলীকে কু প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু সে রাজি না হওয়ায় গতকাল (বৃহস্পতিবার) সকালে কোপা বিল্লাল চুপিসারে ঐ মহিলার ঘরে ঢুকে তাকে শ্লীলতাহানীর চেষ্টা ও মারপিট করে।
বিষয়টি জানাজানি হয়ে পড়লে স্থানীয় ইউপি সদস্য শেখ আঃ রশিদ, ব্যবসায়ী আমিনুল ইসলাম কচি ভুইয়া, রনজিৎ কুমার বোস সহ অন্যারা শুনতে আসলে কোপা বিল্লাল তাদেরকেও লাঞ্চিত করে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে জামিরা সড়কস্থ ব্যবসায়ীর আইডিয়াল মোড় থেকে শুরু করে চৌরাস্তা পর্যন্ত সকল দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীসহ এলাকাবাসী রাস্তায় নেমে আসে।
বিক্ষুদ্ধ এলাকাবাসি টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করতে থাকলে ঐ সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় স্থানীয় ইউপি সদস্য সরদার আঃ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সভাপতি রবীন বসু, সহ-সাধারণ সম্পাদক সাঈদ আলম মোড়ল, ক্রীড়া সম্পাদক মোঃ রকিবুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক তারেক হাসান নাইচ, ব্যবসায়ী তাপস কুমার বোস, টিটো ভুইয়া, ইমরুল কায়েস নিতু, ইদ্রিস মোল্যা, আমির হোসেন, রাজ কুমার লিটু, ইকবাল হোসেন, আপন রায় প্রমুখ।
এক ঘন্টা পর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসির বিক্ষোভের মুখে তার বাড়ি থেকে বিল্লাল হোসেন ওরফে কোপা বিল্লালকে আটক করার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। এ ব্যাপারে ভিকটিম কাকলী গাঙ্গলী বাদি হয়ে বিল্লালকে আসামী করে ফুলতলা থানায় মামলা (নং-০১) করেন। আটককৃত কোপা বিল্লালের বিরুদ্ধে ফুলতলা থানায় নারী ও শিশু নির্যাতন, মাদক ব্যবসা, ছিনতাই এবং চাঁদাবাজিসহ অর্ধডজন মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ সংক্রান্ত আরো খবর
আর্কাইভ

সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |