মোঃ ইব্রাহিম খলিল (স্বপন) চট্টগ্রাম প্রতিনিধি

মিস বেঙ্গল’ শিরোপা পেলেন কলকাতার প্রথম রূপান্তরিত নারী সিম্মো। মিস বেঙ্গলের শিরোপা রূপান্তরিত সিম্মো প্রথম স্থান অধিকার করেছেন ‘মিস বেঙ্গল’ শিরোপা পেলেন কলকাতার প্রথম রূপান্তরিত নারী সিম্মো। ‘রক অ্যান্ড ওয়াক’ আয়োজিত মিষ্টার অ্যান্ড মিস বেঙ্গল প্রতিযোগিতায় পুরুষ ও অন্যান্য মহিলা প্রতিযোগিদের টপকে জয়ের মুকুট পেলেন তিনি। সেপ্টম্বর মাসে এই প্রতিযোগিতা শুরু হয়। বিভিন্ন ধাপ পেরিয়ে ফাইনাল রাউন্ডে পৌঁছন ৪ জন। তাদের মধ্যে থেকেই জয়ী হিসাবে বিচারক এবং দর্শকরা বেছে নেন সিম্মোকে। খেতাব জয় তো হল।

এরপরে সিম্মোর লক্ষ্য কী? তাঁর কথা ‘স্বপ্নের উড়ানে পা রেখে আকাশ ছুঁতে চাই’ । কোন প্রতিযোগিতাই সহজ হয় না। কেউ খাবার তৈরি করে, সাজিয়ে মুখের সামনে ধরবে না। খিদে থাকলে নিজেকেই এগোতে হয়। আর লক্ষ্য স্থির থাকলে সাফল্যও আসে। সে রকমই এই প্রতিযোগিতাতেও প্রতি মূহুর্তেই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে সিম্মোকেও। সিম্মো বললেন, যেটা করতে যাচ্ছি সেটার প্রতি মনোযোগ দিতে হবে। আত্মবিশ্বাস থাকতে হবে।

শুধু চেহারা নয় — আচার আচরণ, শিক্ষাগত যোগ্যতা, উপস্থিত বুদ্ধি দিয়ে কথা বলতে পারার দক্ষতা এই সব কিছুই দেখা হয় একটা সৌন্দর্য প্রতিযোগিতায়। সব পরীক্ষাতেই সফল হতে হয়েছে। সিম্মোর মতে যে কোনও প্রতিযোগিতায় জিততে গেলে একটা বিষয় মনে রাখা প্রয়োজন। কোনও প্রতিযোগী দুর্বল নয়। তারা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মানে তাদের কিছু বিশেষ গুণ আছে। আর তারা সেটা প্রকাশের জন্য তৈরি হয়েই এসেছে।

তাই নতুন প্রতিযোগিদের উদ্দেশ্য তার পরামর্শ, নিজের বিশেষত্ব কী সেটা বুঝে নিতে হবে। আর সেটা যতটা সম্ভব সম্ভব ভালভাবে প্রকাশ করতে হবে প্রতিযোগিতায়। সিম্মোর পরবর্তী লক্ষ মিস ইন্ডিয়া, মিস ইউনিভার্সের মতো আরও বড় মাপের প্রতিযোগিতায় অংশ নেওয়া

আপনার মতামত দিন