মোড়েলগঞ্জ স্টিলব্রিজ এলাকয় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

প্রকাশঃ সেপ্টেম্বর ২৭, ২০২১ | ১২:২৪

বাগেরহাটের মোড়েলগঞ্জে উপজেলা লাবলু হাওলাদার ((৫০) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা কুপিয়ে গুরুতর জখম করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার বেলা ১০টার দিকে মোড়েলগঞ্জ সদরের স্টিলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। আহত লাবলু হাওলাদারকে মোড়েলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। এ বিষয়ে লাবলু হাওলাদারের বড় ভাই যুবলীগ নেতা মুরাদ হাওলাদার বলেন, ছোটদের ঝগড়াঝাটির বিষয়কে কেন্দ্র করে আকস্মিকভাবে ধারাল অস্ত্র দিয়ে লাবলুকে কুপিয়ে রক্তাক্ত জখম করে প্রতিপক্ষরা। মোড়েলগঞ্জে থানার সেকেন্ড অফিসার এসআই শুভঙ্কর বলেন, মারপিটের মামলা দায়ের হয়েছে।
প্রধান আসামি মজনু শেখকে গ্রেফতার করা হয়েছে। মজনু শেখ উপজেলা শ্রমিকদলের নেতা বলে জানা গেছে।
আপনার মতামত দিন
এ সংক্রান্ত আরো খবর
আর্কাইভ

সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |