একটি কথা বলতেই হবে আমরা বাঙালি, আসলে আমাদের এই মেধাকে পজেটিভ কোন কাজে ব্যয় করার চেষ্টা কখনো করি না, সবসময় নেগেটিভ চিন্তায় আমাদের মেধাকে কাজে লাগাতে লাগাতে এখন মেধাশূন্য হয়ে পড়েছি, তবে এদেরকে কঠিন কঠিন শাস্তি প্রদান করতে হবে, প্রশাসনকে একটি অনুরোধ করবো,

এদেরকে শাস্তি দিতে হবে, এদেরকে কোন জামিন না দেওয়া হলে,প্রতিটি অপরাধী অপরাধকে ভয় করার চেষ্টা করবে,তারা জানবে অপরাধ করে জামিন পাওয়া যাবেনা, শাস্তি অবশ্যই ভোগ করতে হবে, এরা জামিন পেয়ে কিছুদিন পর আবার এই কর্মকাণ্ড গুলো শুরু করে, তাই অনুরোধ থাকবে প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি, আমাদের সমাজে যারা অপরাধ করবে, তাদেরকে জামিন না দিয়ে, প্রকৃত দোষী ব্যক্তিদের/ অপরাধীদের শাস্তি প্রদান করতে হবে,

এই বিধান যখন থাকবে, তখন তারা এমনিতেই শাস্তি ভোগ করে,ভালো পথে প্রবাহিত হওয়ার চেষ্টা করবে কিন্তু যদি তারা জানে অপরাধ করার পর টাকা অর্থ খরচ করে, তারা আবার স্বাভাবিক জীবন-যাপন করতে পারবে, তাহলে এদেশ থেকে কখনো অপরাধ বন্ধ করা সম্ভব হবে না, শাস্তি হতে হবে, অর্থের জন্য অপরাধী সাজা না পেয়ে,জামিনে মুক্ত না হলে জামিনে মুক্ত না হতে পারলে,

অপরাধের প্রতি অপরাধীদের একটা ভয় ভীতি কাজ করবে,অন্যান্য দেশগুলোতে যেমন অপরাধীকে অবশ্যই শাস্তি পেতে হবে,এই বিধান টা কে জোরদার দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে, তাহলে অপরাধী কখনো অর্থের ভরসায় নতুন করে অপরাধ করতে পারবে না সবাইকে অসংখ্য ধন্যবাদ

অপরাধীরা জামিন পেলেই তারা আবার অপরাধের নতুন রাস্তা খুঁজতে থাকে তাই অপরাধীদের জামিন নাই নয় বরং প্রকৃত অপরাধীদের শাস্তি ভোগ করতে হবে

তাই এদেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আর অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ, সেই সঙ্গে আমাদের দেশের সকল বিবেকবান জ্ঞানী মানুষেরা, আপনাদের প্রতি আহ্বান , আমরা প্রকৃত অপরাধীদের কে উপযুক্ত শাস্তি পেতে সহযোগিতা করব,  কখনো অপরাধীদের কে সাজা থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করব না,

বরং অপরাধী কিভাবে প্রকৃত শাস্তি হয়, সেই দিকে নজর দারি করব, আমরা চাই, আমাদের এই দেশ, নামে নয়, প্রকৃত সোনার বাংলাদেশ হয়ে গড়ে উঠুক আর হতে চাইনা অপরাধীর ভাই, হতে চাইনা অপরাধীর পিতা, হতে চাইনা অপরাধী সজন, তাই প্রতিটি অপরাধের শাস্তি হোক এটাই আমাদের কামনা-কে এম সাইফুল ইসলাম,প্রকাশক – ধানসিঁড়ি টিভি

আপনার মতামত দিন