চট্টগ্রাম: ঈদের কেনাকাটা করার জন্য রিক্সাযোগে স্বস্ত্রীক নয় মাসের নবজাতক চার বছরের দুই ছেলেকে নিয়ে মার্কেটে যা”িছলেন পরিবারটি। পথিমধ্যে কন্টেইনার লরির ধাক্কায় চাপা পড়ে ঘটনা¯’লে আবু ছালেহ্ সিকদার (৩৫), নয় মাসের নবজাতক আব্দুল্লাহ্ আল মমিন’র মর্মান্তিক মৃত্যু হয়। চার বছরের ছেলে গাড়ীর ধাক্কায় আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মুহুর্তের মধ্যে স্বামী সন্তানকে হারিয়ে নির্বাক প্রায় মনিরা আক্তার কলি। ঘটনার সূত্রে জানা যায় যে, গত ৯ এপ্রিল আনুমানিক ১১টা ২০ মিনিটের সময় নগরীর ইপিজেড বন্দরটিলার শাহ্ প্লাজা মার্কেটের সামনে রিক্সা আরোহী যাত্রীদের পণ্যবাহী লরি চট্টমেট্রো-ঢ-৬১-০১৭৯ নম্বর গাড়ীটি পিছনে থেকে যাত্রীবাহী রিক্সাকে চাপা দিলে ঘটনা¯’লে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়।
জানা যায়, নিহত আবু ছালেহ্ সিকদার এর গ্রামের বাড়ী বরগুনা জেলার পাথরঘাটা থানার পূর্ব গোটাবাছা গ্রামে। সে ইপিজেড এর এইচকেডি গার্মেন্টস্ এর একজন শ্রমিক। উক্ত লরি গাড়ীটি ইপিজেড থানা হেফাজতে রয়েছে। উৎসুক জনতা গাড়ীর ড্রাইভারকে মারধর করে গাড়ী ভাংচুর করে। ইপিজেড থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনা¯’লে গিয়ে পরি¯ি’তি নিয়ন্ত্রনে আনেন। এ সময় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। ড্রাইভারকে গুরুত্বর অব¯’ায় ইপিজেড থানা পুলিশ চমেক হাসপাতালে প্রেরণ করে। ইপিজেড থানা সূত্রে জানা যায় বেপরোয়া গতিতে গাড়ী চালানোর কারণে এ দূর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। পরবর্তীতে নিহতদের ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত দিন