জীবনে এমন কিছু কাজ আছে, যা মৃত্যুর পরও, প্রতিটি মানুষকে বাঁচিয়ে রাখে আর পৃথিবীতে এমন কিছু কাজ আছে যা বেঁচে থাকা অবস্থায় তাকে মেরে ফেলে, মানুষ সৃষ্টির সেরা জীব, মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে আখ্যায়িত দিয়েছেন আর আমাদের কর্তব্য, আমাদের সেই স্বীকৃতি কে যেন আমরা সম্মানের জায়গায় রাখতে পারি কেননা এখন কি করছেন, এখন কি করছি , সবকিছুই মহান সৃষ্টিকর্তা দেখছেন, প্রত্যেক কাজের হিসাব দিতে হবে, এখন যাদের জন্য কিছু করছেন, তারা কিন্তু আপনার খুব কাছের ব্যক্তি হওয়া শর্তেও, কেউ কিন্তু আপনার মৃত্যুকালীন বন্ধু হবে না,

সেখানে আপনাকেই একাত্মতা রাজত্ব কায়েম করতে হবে, সেই দরবারে আপনাকে উপস্থিত হতে হবে, সেখানে আপনি কি নিয়ে হাজির হবেন, সবচাইতে কথা হচ্ছে সেইটা, তাই মনুষ্যত্ববোধ আর বিবেক দিয়ে নিজেকে চালানোর চেষ্টা করেন, স্বার্থের জন্য নিজের সেই মহান সৃষ্টিকর্তার দেওয়া সৃষ্টির সেরা জীব নামক উপাধিটা কে বিকৃতি করার প্রয়োজন নাই, দুনিয়াতে আপনার অল্প সময়, আর মৃত্যুর পর আপনার সময় থাকবে সীমাহীন জীবনকাল দিন, সেই দিনের শুরু আছে কিন্তু শেষ নাই, বিশ্বাস না হয় একটু চোখ বন্ধ করে, নিজের বিবেক কে প্রশ্ন করে দেখেন, আপনি কি করছেন সামান্য স্বার্থের জন্য আপনি কাদের জন্য করছেন তারা কোথায় থাকবে আপনাকে কোথায় যেতে হবে

আপনি যাদের হয়ে কিছু বলছেন ক্ষমতার জোর দেখাচ্ছেন সেটা আপনার নিজের সার্থকতা কতটুকু আছে কেননা মৃত্যুর পর আপনাকে আপনার কর্মের হিসাব দিতে হবে আর পুরস্কার কিন্তু আপনাকে নিজ হাতে মহান সৃষ্টিকর্তা পুরস্কৃত করবেন সেখানে কেউ কিন্তু হাজির হওয়ার কোন সুযোগ নাই যেহেতু অন্যের কর্মের পুরস্কার আপনাকেই নিতে হবে সেহেতু আপনার কর্মের অবকাঠামো আপনাকেই নির্ধারণ করতে হবে কেননা কর্ম করছেন আপনি কিন্তু সেই কর্ম অন্যের জন্য অর্থাৎ পরকালে আপনাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে সেখানে

অন্যের আদেশে যে সকল কর্ম দুনিয়াতে করছেন সেই কর্মের হিসাব কিন্তু আপনাকেই দিতে হবে কেননা সেখানে কিন্তু আপনাকে নির্দেশ দেওয়ার কর্মকর্তা উপস্থিত থাকবে না তাই সাবধান নিজের বিবেক আর এই মনটাকে ইমন তাকে এমন ঈমান তাকে শ্রদ্ধা জায়গায় রাখেন কেননা ওটাই আপনার খুব কাছের বন্ধু আর কেউ আপনার সাথে থাকবে না এখনো সবকিছু হিসাব করে মহান সৃষ্টিকর্তার নিকট তওবা করে আসুন কালিমার পথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এই কালিমা তৃপ্তি আর আখিরাত দুটোই পাবেন মুখে নয় এই কালিমার অর্থ বিশ্লেষণ করে জীবনকে চালানোর চেষ্টা করেন দেখবেন শান্তি আর শান্তি সীমাহীন দুনিয়াতে ও আখেরাতে

আপনার মতামত দিন